বিশ্বকাপ বাছাই ফুটবলের ক্যাম্প করেছিল বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কয়েকজন খেলোয়াড় উঠেছিলেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা থাকায় অনেকে আসতে পারেননি। ১২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ক্যাম্প হঠাৎ স্থগিত করে। ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সহ কয়েকজন এটা জানতেন না। হোটেলে চলেও গিয়েছিলেন। পরে ফিরে যান বাসায়।
২১ অথবা ২২ মে বাছাইপর্বের আয়োজক কাতারে যাওয়ার কথা ফুটবল দলের। সেখানে ২৫ ও ২৯ তারিখ দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ বাকি এখনো তিনটি। ৩, ৭ ও ১৫ জুন যথাক্রমে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।
১০ মে এই ক্যাম্প শুরু হয়। মাত্র ৬ জন ফুটবলার এই ক্যাম্পে যোগ দিতে পেরেছিলেন। প্রিমিয়ার লিগের পর্ব শেষে বাকিদের যোগ দেওয়ার কথা ছিল। আগামী ১৬ মে আবার ক্যাম্প শুরু হবে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে।