১০০০ তম ওয়ানডে খেলতে নেমেছে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২২, ০১:৩২ পিএম

১০০০ তম ওয়ানডে খেলতে নেমেছে ভারত

রোহিত শর্মা ফুল টাইম অধিনায়ক হয়েছেন। আর এক নতুন মাইলস্টোনে পা রাখল ভারত। ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০ তম ওয়ানডে খেলতে নেমেছে তারা। আর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে ফিল্ডিং নেয় এই ম্যাচে। 

তিন ম্যাচ সিরিজের প্রথম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ব বৃহৎ আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে। তবে করোনা মহামারির কারণে রুদ্ধদ্বারে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

ভারতীয় ক্রিকেটের শীর্ষ কর্তা সৌরভ গাঙ্গুলি  স্পোর্টস স্টারকে বলেছেন,‘ ভারতের ৫০০তম ওয়ানডে ম্যাচের নেতৃত্বে ছিলাম আমি। ২০০২ সালে ইংল্যান্ডের চেস্টারলিতে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। 

তিনি বলেন,‘ এটি ভারতীয় ক্রিকেটের জন্য বিশাল এক মুহুর্ত। তবে দুর্ভাগ্যের বিষয়, দর্শক শুন্য মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।’ ইতোমধ্যে অবশ্য কোভিড হানা দিয়েছে স্বাগতিক শিবিরে। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় আইসোলেশনে চলে গেছেন শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার ও রুতুরাজ গায়কোয়াড। 

Link copied!