আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাস গড়েছে ভারত। ওয়ানডে ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০০ তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল তারা। আর সে ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল তারা ৬ উইকেটে।
৩ ম্যাচের সিরিজে ভারত ১-০ তে লিড নিল। টস জিতে রোহিত শর্মা আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজ ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়। যুজবেন্দ্র চাহাল ৪৯ রানে ৪ উইকেট। ওয়াশিংটন ৩টি ও কৃষ্ণা ২টি উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ৫৭ ও ফ্যাবিয়ান অ্যালেন ২৯ রান করেছেন। এছাড়া বড় স্কোর কেউ করতে পারেনি।
ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ৬০ ও ইশান কিষান ২৮ রান করেছেন। কোহলি ৪ বলে ৮ রান করে ফেরেন প্যাভিলিয়নে।
ম্যাচের শেষ টানেন সুরিয়াকুমার যাদব (৩৪*) ও দীপক হুদা (২৬*)। ২৮ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ভারত (১৭৮/৪)।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৯ ফেব্রুয়ারি।