৩৩ হাজার জনসংখ্যার দেশ সান মারিনোর অলিম্পিক পদক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২১, ০৬:০৬ এএম

৩৩ হাজার জনসংখ্যার দেশ সান মারিনোর অলিম্পিক পদক

দেশটির আয়তন মাত্র ২৩.৬ বর্গমাইল বা ৬১.২ বর্গকিলোমিটার। বাংলাদেশের যে কোনো ইউনিয়নও এর চেয়ে বড়। জনসংখ্যা মাত্র ৩৩ হাজার ৬০০। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫২০ জন। দেশটির নাম সান মারিনো।

ইতালির পাশে ছোট্ট একটি গ্রামের মতো এ দেশটিও অলিম্পিকের পদক তালিকায় নাম তুলে ফেলল। ৬২ হাজার জনসংখ্যার দেশ বারমুডার পর আরও ক্ষুদ্র এ দেশটিও অলিম্পিকে পদক জিতে নিলো।

সেই ছোট্ট দেশের আলেসান্দ্রা পেরেল্লি অলিম্পিকে মেয়েদের শুটিং ট্র্যাপে ব্রোঞ্জ জিতে নিয়েছেন।

 

Link copied!