‘গোল্ডেন বল’ এমবাপ্পেকে দেওয়া উচিত ছিল: রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২২, ০৫:০৬ পিএম

‘গোল্ডেন বল’ এমবাপ্পেকে দেওয়া উচিত ছিল: রোনালদো

১৯৮৬ সালের পর আরও একবার আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার দিনে গোল্ডেন বল উঠল লিওনেল মেসির হাতে। টুর্নামেন্টে মোট পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মেসি। আর  ফাইনালে শেষ দিকে পাওয়া পেনাল্টিতে গোল করে ‘গোল্ডেন বুট’ জিতে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

তবে মেসির তুলনায় গোল্ডেন বলের বিচারে এমবাপ্পেকে বেশি যোগ্য মনে করছেন রোনালদো।

এক সাক্ষাৎকারে ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় বলেন, ‘ফাইনালে এমবাপ্পে অন্য পর্যায়ের ফুটবল উপহার দিয়েছে। টাইব্রেকারসহ সে চার গোল করেছে। টেকনিক্যালি তার ধারে কাছে কেউ ছিল না। এমন অপ্রতিরোধ একজনের হাতে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা ওঠা উচিত ছিল। কারণ এটা তারই প্রাপ্য।’

রোনালদো বলেন, ‘বিশ্বকাপে খেলোয়াড়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সে হলো কিলিয়ান এমবাপ্পে। দারুণ একটা বিশ্বকাপ কাটিয়েছে সে। প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত ভালো খেলেছে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ও মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে গোল না পেলেও সে ছিল দুর্দান্ত। সে অ্যাসিস্ট করে অবদান রেখেছে। ’

Link copied!