মোহাম্মদ হাফিজের বয়স ৪০ বছর ২৮৮ দিন। ৪১ বছর আসি আসি করছে। আর এই বয়সেও তিনি পারফরম্যান্সে চিরতরুণ। গায়ানায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল ১৫৮ রান। অফ স্পিনার ও অলরাউন্ডার হাফিজ ৪ ওভারে ১ মেডেন ও ৬ রান দিয়ে ১ উইকেট নেন। এক হাফিজের রহস্য বুঝতে না পেরে হেরে গেল উইন্ডিজ। ৭ রানে দ্বিতীয় টি-টোয়েন্টি পাকিস্তান জিতে ১-০ তে লিড নিল।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। ৫ ম্যাচের সিরিজ করোনা মহামারী জটিলতায় ৪ ম্যাচের হয়। সেখানে আবার প্রথম ম্যাচ পণ্ড। আজ সিরিজের তৃতীয় ম্যাচটি রয়েছে রাত ৯টায়।
দ্বিতীয় ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করেন। শারজিল (২০), রিজওয়ান (৪৬) ও বাবরের (৫১) ব্যাটে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। ২৬ রানে ৪ উইকেট জেসন হোল্ডারের।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে । নিকোলাস পুরান হার না মানা ৬২ ও এভিন লুইস ৩৫ রানে রিটায়ার্ড হার্ট হন।