এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার পথে ৫৮ থেকে ৬৪ বোতল মদ এনে বিপদে পড়েছেন ৫ ফুটবলার। তারা বসুন্ধরা কিংসের ৫ জাতীয় দলের খেলোয়াড়। এই ঘটনার জানার পর , বসুন্ধরা কিংস এই ৫ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে।
বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার মালদ্বীপ থেকে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল সংখ্যক মদের বোতল নিয়ে ধরা পড়েন। তারা হলেন তপু বর্মন, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, রিমন হোসেন ও সবুজ।
এ ব্যাপারে বসুন্ধরা কিংস তদন্ত করছে। ৬-৭ দিনের মধ্যেই কে কতটা অপরাধী সেটা বেরিয়ে আসবে। তখন বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আসতে পারে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন এই ঘটনা শুনেছেন। তিনি নিন্দা প্রকাশ করেন। যেহেতু খেলোয়াড়রা সে সময় ক্লাবের অধীনে ছিল সেহেতু শাস্তি তারাই দেবে। এ ব্যাপারে ফুটবল ফেডারেশন কোনো ব্যবস্থা নেবে না হয়তো। ফলে বসুন্ধরা কিংসের ওপরই দায়িত্ব তদন্ত ও শাস্তির মাপকাঠি ঠিক করা।