হকিসহ জাতীয় ক্রীড়া পরিষদের ৯টি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব ফেডারেশনগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডহক কমিটি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২১ মোতাবেক সংস্থাটির উপর অর্পিত ক্ষমতাবলে ৯ ফেডারেশনের নির্বাহী কমিটি ভাঙার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী কমিটি ভেঙে দেওয়া ফেডারেশনগুলো হলো- বাংলাদেশ ব্রিজ ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশন।