আগস্ট ১০, ২০২৩, ০৫:০২ পিএম
লিটন দাস আজ একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে জানান, ওয়ানডে অধিনায়কত্বের ব্যাপারটি দ্রুতই জানা যাবে। আর অনুরোধে একটি পছন্দের একাদশ ঘোষণা করেন। সেখানে নেই ওপেনার তামিম ইকবাল।
কানাডায় খেলে এসেছেন। সে সফর নিয়ে বলেন,‘ গ্লোবাল টি-টোয়েন্টির সফরটা ভালো ছিল। অনেকদিন ধরে খেলেছি, পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল। আমি অনেক উপভোগ করেছি।
এশিয়া কাপ নিয়ে জানান, এশিয়া কাপ ফাইনালে কাদের চাইছি এটা খুব কঠিন প্রশ্ন করেছেন। দেখা যাক পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যায়।যেহেতু প্রোগ্রামটা মানিগ্রাম নিয়ে, আমার মনে হয় আমরা মানিগ্রাম নিয়ে কথা বললেই ভালো হয়।
বড় খেলোয়াড় হওয়া নিয়ে তিনি বলেন,‘খেলোয়াড় হিসেবে যখন বড় হয়েছি আমার লক্ষ্য ছিল জাতীয় দলে খেলা। জাতীয় দলে খেলার পর একটা মানুষের লক্ষ্য থাকে কীভাবে বিশ্বের মধ্যে ভালো হওয়া যায়। এই জিনিসগুলো হতেই থাকে, চলতেই থাকে। ভালো-খারাপ থাকবেই, এটা আমি চেষ্টাও করি। ভালো করলে ব্র্যান্ডগুলো আসে। এটা ভালো জিনিস। আমিও চাই এই জিনিসগুলো যেন হতে থাকে। সেইম মানিগ্রামও। একটা সময় নতুন ছিলাম, ৫ বছরে অনেক ওপরের দিকে এসেছি। মানিগ্রাম ভালো পজিশনে আছে। আমাদের দুইজনের পথচলা ভালো হলে মানিগ্রাম আরও অনেক ওপরে চলে যাবে।
অধিনায়ক ইস্যু নিয়েও কথা বলেন লিটন। তিনি বলেন,‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়ত ১-২ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার থেকে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলাটা উচিৎ হবে না কোনো ক্ষেত্রেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেতে যাবেন। যেহেতু অনেকদিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাই দেশকে ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সবসময় করি।
একজন অনুরোধ করেন লিটনকে। আর সেটা হচ্ছে সর্বকালের সেরা একাদশ হবে কিন্তু লিটনকে অধিনায়ক থাকতে হবে। লিটন বেশ অবাক হন। অবশ্য বলেছেন তার একান্ত ব্যক্তিগত একাদশ।
লিটনের সর্বকালের সেরা পছন্দের একাদশ : ১. শেভাগ ২. জয়সুরিয়া ৩. শচিন ৪. পন্টিং ৫. লিটন ( অধিনায়ক ও কিপার) ৬. সাকিব ৭. আকরাম ৮. মুরালি ৯. শোয়েব ১০. ভাস ১১. ওয়ার্ন!