আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চোখ সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৩, ০৫:৪১ এএম

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চোখ সেমিফাইনালে

ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে এগিয়ে যাবার লক্ষে শনিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে তাসমান সাগড় পাড়ের দুই দেশ,   নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপে প্রথম দল হিসেবে শততম ম্যাচ খেলতে নামবে অসিরা।
৫ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ পয়েন্ট, অস্ট্রেলিয়ার আছে ৬ পয়েন্ট। সর্বশেষ তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে অসিরা। আগের ম্যাচে প্রথম  এবারের আসরে হারের স্বাদ পাওয়া  নিউজিল্যান্ড জয়ের ধারায় ফিরতে মরিয়া । ধর্মশালাতে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড লড়াই।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে  বিশ্বকাপে নিজেদের  শততম ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া।  বিশ্বকাপে এ পর্যন্ত অস্ট্রেলিয়া ৯৯ ম্যাচের মধ্যে  ৭২টি জয় পেয়েছে, ২৫ ম্যাচে পরাজিত হয়েছে। এছাড়া তাদের  ১টি করে টাই ও পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে গত আসরের রার্নাস-আপ নিউজিল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে, নেদারল্যান্ডসকে ৯৯ রানে, বাংলাদেশকে ৮ উইকেটে এবং আফগানিস্তানকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। টানা চার জয় নিয়ে পঞ্চম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় কিউইরা। ঐ সময় টানা চার জয় ছিলো ভারতেরও। টুর্নামেন্টে এই দু’দলই শুধুমাত্র অপরাজিত ছিলো। রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে ছিলো নিউজিল্যান্ড।
তবে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায় নিউজিল্যান্ড। সেই সাথে ভারতের কাছে শীর্ষস্থান হারায় কিউইরা। গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৪৯ রানের বিশাল জয়ে তৃতীয়স্থানে নেমে যায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সমান ৮ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে পড়ে কিউইরা। তৃতীয়স্থানে নেমে গেলেও সেমির পথে বেশ ভালো অবস্থায় আছে নিউজিল্যান্ড।
তারপরও পুনরায় জয়ের ধারায় ফিরতে মরিয়া নিউজিল্যান্ড। এমনটাই জানালেন দলের কোচ গ্যারি স্টিড, ‘প্রথম চার ম্যাচ দারুন কেটেছে আমাদের। ভারতের বিপক্ষে হারলেও, দল ভালো খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চাই আমরা।’

Link copied!