সিডনিতে প্রথম ইনিংসে ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৬৮ রান করেছে পাকিস্তান। ৩ উইকেট হাতে নিয়ে মাত্র ৮২ রানে এগিয়ে সফরকারী পাকিস্তান।
বৃষ্টির কারনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন খেলা হয় ৪৬ ওভার। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩১৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪৭ ওভারে ২ উইকেটে ১১৬ রান করেছিলো অস্ট্রেলিয়া। ৮ উইকেট হাতে নিয়ে ১৯৭ রানে পিছিয়ে ছিলো অসিরা। মার্নাস লাবুশেন ২৩ ও স্টিভেন স্মিথ ৬ রানে অপরাজিত ছিলেন।
এদিকে পাকিস্তান পেসার আমির জামাল প্রথম বোলার হিসাবে ডেব্যু সিরিজে ১৮ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন। তবে ম্যাচটি তো বাঁচাতে পারছে না পাকিস্তান।