আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

অস্ট্রেলিয়ার টার্গেট ২৪১ রান

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৩, ১২:২৬ পিএম

অস্ট্রেলিয়ার টার্গেট ২৪১ রান

হাফ সেঞ্চুরির পথে লোকেশ রাহুল ছবি : টুইটার

কেএল রাহুল ও বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ভারত ২৪০ রান তুলেছে। বিশ্বকাপ ফাইনালে অবশ্য সবাই ভাবছে স্কোর ছোট হয়েছে। তবে এই পিচে লড়াই হবে।

কেএল রাহুল দলীয় সর্বোচ্চ ১০৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। এছাড়া বিরাট কোহলি ৫৪ ও রোহিত শর্মা ৪৭ রান তুলেছে। 

শুভমান গিল (৪), শ্রেয়াশ আয়ার (৪), রবিন্দ্র জাদেজা (৯) ও সুর্যকুমার ১৮ রানে ফিরেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিং নিয়েছিল। 

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ৫৫ রানে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের। 

লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ১টি উইকেট নেন ৪৪ রান খরচ করে।

অস্ট্রেলিয়া ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন। অন্যদিকে ভারত ২ বার জিতেছে। ২০১১ সালে ভারত মুম্বাইয়ে বিশ্বকাপ জেতে। এবার তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি। আর অস্ট্রেলিয়া জিতলে হবে ৬টি। 

 

Link copied!