এশিয়া কাপের সুপার ফোরে অগ্নিপরীক্ষা

পাকিস্তানের সামনে আজ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৩, ১২:১৭ এএম

পাকিস্তানের সামনে আজ বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকার মিশনে রোমাঞ্চকরভাবে ঘুড়ে দাঁড়ানোর পর জয় দিয়ে সুপার ফোর পর্ব শুরুর ব্যপারে  আত্মবিশ্বাসী  বাংলাদেশ ক্রিকেট দল। 

সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়  লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
২০১৯ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সর্বশেষ লড়াইয়ে টাইগারদের ৯৪ রানে হারিয়েছিলো পাকিস্তান। বিশ্বকাপের ঐ ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে টানা চারটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরমধ্যে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া এশিয়া কাপের সুপার পর্বের জয়টিও ছিলো। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র সাফল্য। 

জয় পাওয়া ম্যাচে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক সরফরাজকে ক্যাচ দিয়ে ৯৯ রানে আউট হন মুশফিকুর রহিম। আসরের ফাইনাল খেলেছিলো  বাংলাদেশ। পরিসংখ্যান মতে  ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ৩২টিতে হেরেছে বাংলাদেশ।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হৃদয় ভঙ্গের কিছু অভিজ্ঞতাও আছে বাংলাদেশের। ২০১২ সালে ঘরের মাঠের এশিয়া কাপে প্রথমবারের মত ফাইনালে উঠেছিল টাইগাররা। আসরে  পাকিস্তান ছাড়া অন্যসব দলকে হারিয়েছিলো বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত  ফাইনালে মাত্র ২ রানের হারে হৃদয় ভাঙ্গে পুরো জাতির।

Link copied!