চেন্নাইয়ে প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ২৮০ রানে হারাল ভারত। ২ টেস্টের সিরিজে ১-০ তে লিড নিল স্বাগতিকরা। পরের টেস্ট ম্যাচটি ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
ভারত গতকাল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিয়েছিল। জবাবে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছে।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলীয় সর্বোচ্চ ৮২ রান করেছেন। এছাড়া সাকিব আল হাসান ২৫ রান করেছেন।
লিটন ও মিরাজ সেভাবে দাঁড়াতে পারেনি। অশ্বিন ৮৮ রানে ৬টি ও জাদেজা ৫৮ রানে ৩ উইকেট নেন।