৩০ বছর আগে দুইবার এশিয়ার শীর্ষ ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বাংলাদেশ। হেরেছিল ৮ ম্যাচের সবগুলো। এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে এর গ্রুপ পর্বের দুই ম্যাচে হেরে যায় শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের কাছে। স্থান নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যাশা থাকলেও হতাশাজনক পারফরম্যান্সে পেতে হয় হারের তেতো স্বাদ। ১৫-১৬তম স্থানের লড়াইয়ে হংকংয়ে হারায় বাংলাদেশ।
ইরানের উর্মিয়ায় হংকংয়ের বিপক্ষে প্রথম দুই সেট বাংলাদেশ জেতে শেষের ধারাবাহিকতায়। তৃতীয় সেটে জয়ের পথে থাকলেও শেষদিকে বাংলাদেশ করতে থাকে একের পর এক ভুল। সেই সুযোগে তৃতীয় সেট জিতে ম্যাচে টিকে থাকে হংকং।
চতুর্থ সেটের শুরুটা বাংলাদেশ করে পিছিয়ে থেকে। এক পর্যায়ে পিছিয়ে পড়ে ১০-৫ পয়েন্টে। এরপরই ঘুরে দাঁড়ানো শুরু। ব্লক, অ্যাটাক আর ডিফেন্সে খুব বেশি ভুল না করায় চতুর্থ সেট জিতে জয়ের স্বস্তি নিয়ে কোর্ট ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করলো ১৫তম হয়ে। এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ১৮ দল।