এশিয়া কাপ জয়ের পথে বাংলাদেশ যুব দল ছবি : বিসিবি
দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৪ উইকেটে জিতেছে যুবারা। পরে ব্যাট করতে নেমে শান্ত ছিলেন ক্রিকেটাররা।
আগে ব্যাট করেছে ভারত। ভারত ১৮৮ রান তোলে। বাংলাদেশ ৪২.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে (১৮৯/৬)। আরিফুল ইসলাম ৯৪ ও আহরার আমিন ৪৪ রান করেছেন।
ভারতকে বেশি আগে যেতে দেননি মারুফ মৃধা। ৪১ রানে ৪ উইকেট নেন এই পেসার। আগামী রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
দিনের অন্য সেমিতে আরব আমিরাত ১১ রানে হারিয়েছে পাকিস্তানকে।
১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের যুবারা। এ অবস্থায় দলকে লড়াইয়ে ফেরাতে শক্ত হাতে জুটি বাঁধেন আরিফুল ও আহরার আমিন। চতুর্থ উইকেটে ১৩৮ রান তুলে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন তারা।
মারমুখী মেজাজে থাকা আরিফুল সেঞ্চুরির দোড়গোড়ায় ৯৪ রান করে আউট হন । ৯০ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।
আরিফুল যখন ফিরেন তখন জয় থেকে ১৭ রান দূরে বাংলাদেশ। এসময় আরও ২ উইকেট হারালেও, ৪৩ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
আরিফুলের সাথে দুর্দান্ত জুটি গড়া আহরার টেস্ট মেজাজে খেলে ৩টি চারে ১০১ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক রাব্বি ৩ ও জীবন ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।