পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।
শুক্রবার, ৬ ডিসেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জেতে বাংলাদেশ নেয় বল হাতে। শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। বাংলাদেশের তিন পেসারের বোলিং দাপটে ৩৭ ওভারে মাত্র ১১৬ রান করতে সমর্থ হয় পাকিস্তান।
১১৭ রান তাড়া করতে নেমে মাত্র ২২ ওভার ১ বল খেলে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন ইমন, মারুফ পেয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে আজিজুল হাকিম তামিম অপরাজিত থেকেছেন ৬১ রানে। শিহাব জেমসের সংগ্রহ ২৬। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইকবাল হোসেন ইমন।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৭ ওভারে ১১৬ (উসমান ০, শাহজাইব ০, রিয়াজউল্লাহ ২৮, সাদ ১৮, নাভিদ ২, হারুন ১০, ফারহান ৩২, ফাহাম ৮*, উমার ১, সুবহান ০, রাজা ০; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ১-০-১১-০, দেবাশিস ২-১-৭-১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২২.১ ওভারে ১২০/৩ (জাওয়াদ ১৭, কালাম ০, আজিজুল ৬১*, শিহাব ২৬, রিজান ৫*; রাজা ৯-৩-৪০-১, উমার ৫-১-৩৬-০, সুবহান ৫-০-২৭-১, নাভিদ ৩.১-০-১৩-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ইকবাল হোসেন ইমন।