ডিসেম্বর ১, ২০২৩, ০৬:০৩ পিএম
তহুরার জোড়া গোলে সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে হারাল বাংলাদেশের নারী দল। ২ ম্যাচের সিরিজ। ১-০ তে লিড নিল সাবিনা-মারিয়া মান্ডারা।
তহুরা দুই অর্ধে দুই গোল করেছেন। অপর গোলটি আফেইদা। ৪ ডিসেম্বর বেলা ৩টায় কমলাপুর শহীদ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেই খেলাটি শুরু হবে।
দুই বছর পর গোলের দেখা পেলেন তহুরা খাতুন। তাই চলতি বছরে প্রথম জয়ের দেখল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডু থেকে সাফ জিতে আসার পর এ বছর পাঁচটি ম্যাচ খেলেছেন সাবিনারা। নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দুটিতেই ড্র (১-১ ও ০-০) করেছিল বাংলাদেশ। তবে সিরিজ নির্ধারনী টাইব্রেকারে সাবিনাদের ৪-২ গোলে হারিয়ে ট্রফি নিয়ে যায় নেপাল।
হাংঝু এশিয়ান গেমসে জাপানের কাছে ৮-০ ও ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হারলেও নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। নিয়মিত কোচ গোলাম রব্বানী চলে যাওয়ার পর সাইফুল বারীর তত্বাবধানে এটিই প্রথম জয় সাবিনাদের।