সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৭:৩২ পিএম
প্রস্তুতি ম্যাচের আগে ফুটবল অনুশীলন করতে গিয়ে পায়ে ব্যথা পান সাকিব আল হাসান। এতে করে শুক্রবার প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারলেন না। গোহাটিতে শ্রীংলকা আগে ব্যাট করেছে।
শ্রীলংকা ৪৯.১ ওভারে অলআউট হয় ২৬৩ রানে। পাথুম নিশানাকা ৬৮ ও ধনঞ্জয় ডি সিলভা ৫৫ রান করেন। মাহেদী হাসান ৩ উইকেট নেন।
৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। ৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ধর্মশালায় সে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ শুরু হবে।
গুঞ্জন আছে, গতকাল অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েছেন সাকিব।
পেসার মুস্তাফিজুর রহমানের সাথে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এ ম্যাচে না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। দলের বাকী ১৩জন খেলোয়াড় এ ম্যাচে আছেন। যেহেতু এটি প্রস্তুতি ম্যাচ, এজন্য দলের সকল খেলোয়াড়ই ম্যাচে অংশ নিতে পারবেন।