জুন ২০, ২০২৪, ০৯:৩২ এএম
বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সুপার এইটে উঠেছে। শুক্রবার ভোরে (সকাল ৬টা ৩০ মিনিট) তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। অ্যান্টিগায় এর আগে টেস্ট ও ওয়ানডে খেলেছেন টাইগাররা। এই প্রথম টি টোয়েন্টি খেলতে চলেছে তারা।
নেপালকে সেন্ট ভিনসেন্টে হারিয়ে সুপার এইটে ওঠে টাইগাররা। সে উইকেট কঠিন ছিল। অন্যদিকে অ্যান্টিগাতে হবে রানবন্যা।
বাংলাদেশ দল নিয়ে বেশ আশাবাদী কোচ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কথা বলেছেন। তিনি বলেন,‘ কেবল শান্ত নয়, বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে সংগ্রাম করছে। কারণ, এখানকার পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। টপ অর্ডারদের ফর্মে ফেরা জরুরি। বেশিরভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা না জেনেই। যার ফলে শুরুর ২-৩ জন্য ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয়।’
বোলাররা ভাল করছে। এজন্য বাংলাদেশের আশা রয়েছে। দলে পরিবর্তন আসতে পারে আবার নাও পারে। পেসার শরিফুল ইসলাম এখন খেলার জন্য ফিট। কিন্তু বিশ্বকাপের আগের ৪ ম্যাচ তিনি ছিলেন না। তাকে দলে দেখার ব্যাপারটি সহজ হবে না।