অক্টোবর ১৯, ২০২৩, ০২:০২ পিএম
সাকিব আল হাসানকে ছাড়া ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। টস করতে তিনি আসেননি। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক।
নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পুনেতে রান হয়। সেজন্য তিনি ব্যাট নিয়েছেন। এই প্রথম এই মাঠে খেলতে নেমেছে বাংলাদেশ।
সাকিব আল হাসানের বদলে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে নেওয়া হয়েছে। সাকিবের উরুতে সমস্যা রয়েছে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিবকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত উইনিং কম্বিনেশন রেখেছে। হাসান মাহমুদকে নেওয়া হয়েছে দলে। তাসকিনকে আহমেদকে বসানো হয়েছে। ডান হাতি পেসার হাসান মাহমুদ দলে এসেছেন।
বাংলাদেশ দল : লিটন দাস, তানজিদ হাসান তামিম , নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
ভারত দল : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।