ডিসেম্বর ১৩, ২০২৩, ০২:০১ পিএম
গ্রিন টেলিভিশনে এবার নিউজিল্যান্ড ও বাংলাদেশের ওয়ানডে সিরিজ দেখা যাবে। ৩টি ওয়ানডে ও সমান ৩টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ সেদেশে।
লিংকনে বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। ৫০ ওভারের এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায় (আজ রাতে)।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে এই অনুশীলন ম্যাচ দিয়ে গা গরমের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
ইতোমধ্যে তরুণদের নিয়ে গড়া নিউজিল্যান্ড একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের তিন ম্যাচ রয়েছে ১৭, ২০ এবং ২৩ ডিসেম্বর। আর ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল।