ভারতের চোখে সেমিফাইনাল

বাংলাদেশ ৫০ রানে হেরে বিদায়ের পথে

স্পোর্টস ডেস্ক

জুন ২৩, ২০২৪, ১২:১৫ এএম

বাংলাদেশ ৫০ রানে হেরে বিদায়ের পথে

রিশাদ হোসেন ১০ বলে ২৪ রান করে বিনোদন দেন। ছবি : বিসিবি

অ্যান্টিগায় বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল দেখছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে বিদায় দেখছে বাংলাদেশ।

ভারত ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ১৪৬ রানে থেমে যায়। ২৭ বলে ৫০ রান করার পাশাপাশি ১টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। তিনি ম্যাচসেরা হন।

ভারত সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল। শেষ ম্যাচ তাদের অস্ট্রেলিয়ার সঙ্গে। আর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের সঙ্গে। 

বাংলাদেশ রান তাড়াও বেশ দূর্বল ছিল। ৩২ বলে ৪০ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বিনোদন দেন রিশাদ হোসেন। ১০ বলে ২৪ রান তার। 

কুলদ্বীপ যাদব ১৯ রানে ৩ উইকেট নেন। 

Link copied!