মাহমুদউল্লাহ ১৩ বলে ১৬ রান করে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। ছবি : বিসিবি
ডালাসে টি টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। শ্রীলংকাকে তারা ২ উইকেটে হারিয়েছে। রিশাদ হোসেন চমৎকার বোলিং করায় ম্যাচসেরা হয়েছেন এ ম্যাচে।
শ্রীলংকা এই ম্যাচে ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১৯ ওভারে জয় নিশ্চিত করে (১২৫/৮)। বাংলাদেশের পরের ম্যাচটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১০ জুন।
শ্রীলংকা আগে ব্যাট করেছে। পাথুম নিশানকা সবচেয়ে বেশি ৪৭ রান করেন। এছাড়া ধনঞ্জয় ২১ ও চরিথ আশালাঙ্কা ১৯ রানে আউট হন।
মোস্তাফিজুর রহমান ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। লেগ স্পিনার রিশাদের শিকার ২২ রানে ৩ উইকেট। জবাবে বাংলাদেশও বিপদে পড়ে।
সৌম্য (০) খালি হাতে ফেরেন। লিটন দাস ফর্মে ফিরেছেন। ৩৮ বলে তার স্কোর ৩৬ রান। তাওহিদ হৃদয় ২০ বলে ৪০ রান করে চমকে দেন। শেষে মাহমুদউল্লাহ ১৩ বলে ১৬ রান করে মাঠ ছেড়েছেন।