চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সংস্করণের খেলা শেষে মিরপুরে আজ (৪ নভেম্বর) শুরু হয়েছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমেই একের পর এক উইকেট হারাতে থাকে বাঘিনীরা। ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার শামিমা সুলতানা।
এরপর যেন তাসের ঘরের মত হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। একের পর এক ব্যাটার ক্রিজে গিয়েই উইকেট ছুঁড়ে দিয়ে আসছিলেন। কেউই দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩১.৫ ওভার শেষে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
পুরো ইনিংসে দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন মাত্র ৩ জন্য ব্যাটার। ৩২ বলে ১৩ রানের ইনিংস খেলেন নিগার সুলতানা জ্যোতি। ৩৭ বলে ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন। এছাড়া রিতু মনি খেলেন ২১ বলে ১৪ রানের ইনিংস।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল। এছাড়া ৩টি করে উইকেট নেন নিদা দার এবং উম্মে হানি।
জবাব দিতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। দেখে শুনে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ব্যাটাররা। অধিনায়ক নিদা দার এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন দারুণভাবে। ৫৯ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন নিদা। একদম সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে আরকি। ১৫১ বল বাকি থাকতে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয় পাকিস্তান নারী দল।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান নারী দল।