বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

বড় সংগ্রহের আশা দেখিয়ে মাঠ ছাড়লেন জয়-মমিনুল

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৩, ০৮:১৯ এএম

বড় সংগ্রহের আশা দেখিয়ে মাঠ ছাড়লেন জয়-মমিনুল

ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ব্যাট হাতে স্বস্তির শুরু। লাঞ্চ বিরতির আগেই দলীয় শতরান পেরোয় বাংলাদেশের। বিরতি শেষে ফিরেই ৯৩ বল মোকাবিলায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করলেন মাহমুদুল হাসান জয়। 

জয়- মমিনুলের জুটিতে ভরসা করে ভালো অবস্থানে ছিল বাংলাদেশও। কিন্তু সোধির বলে মিশেলের হাতে ক্যাচ দিয়ে ৮৬ রান করে মাঠ ছাড়লেন তিনি। ৭৮ বল খেলে ৩৭ রান করে ফিলিপসের বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিং রুমের দিকে যাত্রা করলেন সাবেক অধিনায়ক মমিনুল হক। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন ওপেনার জাকির। ইনিংসের ১৩তম ওভারে প্যাটেলের অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করা বলটি সরাসরি আঘাত করে অফ স্টাম্পে। সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।

এরপর নাজমুল হোসেন শান্তর ব্যাট কথা বলতে থাকে বাউন্ডারির মাধ্যমে। দ্রুতই মাহমুদুলের সঙ্গে পঞ্চাশ পেরোনো জুটি গড়েন তিনি। কিন্তু দলীয় শতরান হওয়ার আগেই থামতে হলো তাকে। গ্লেন ফিলিপসের ফুলটস বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাঁহাতি এই ব্যাটার। খেলেন ৩৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রানের ইনিংস। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ১ ও অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু কোনো রান না করে ৫৫ ওভারে  ৪ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে দুই দল  । 

Link copied!