বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

টেস্ট অধিনায়ক শান্তর যাত্রা শুরু; টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৩, ০৫:০৬ এএম

টেস্ট অধিনায়ক শান্তর যাত্রা শুরু; টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে যাত্রা শুরু করলো বাংলাদেশ। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং বেছে নিলেন বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই প্রতিবেদন লেখাকালীন ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান করেছে বাংলাদেশ। ওপেনিং ব্যাটার জাকির হাসান ৪১ বলে ১২ রান করে এজাজ প্যাটেলের বলে বোল্ড হন। ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়।

এই টেস্টের মধ্য দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শান্তর। অন্যদিকে দেশের ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তরুণ ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপুর।

সাত ব্যাটার, তিন স্পিনার ও এক পেসার নিয়ে বাংলাদেশের একাদশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের সঙ্গে একমাত্র ফাস্ট বোলার হিসেবে আছেন বাঁহাতি শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশেও স্পিনের প্রাধান্য। লেগ স্পিনার ইশ সোধি ও বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস। অন্যদিকে পেসার হিসেবে অধিনায়ক সাউদির সঙ্গে আছেন কাইল জেমিসন।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।

Link copied!