অক্টোবর ৭, ২০২৩, ১০:৩৩ এএম
ধর্মশালায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর প্রথমটি আফগানিস্তানের বিপক্ষে। কন্ডিশনের কথা ভেবে, টস জিতে আগে বল করতে চাইলেন সাকিব।
সাকিব আল হাসান টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ জানিয়েছেন। তিনি বলেন,‘ শুরুর দিকে পেসাররা ভাল সুবিধা পাবে। আর রান তাড়া করতে সুবিধা হবে। আমাদের দলটি ভাল করছে। আর ভাল একটা শুরু আশা করছি।
এদিকে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি আশার কথা জানান। তিনি বলেন,‘ ভারতে বিশ্বকাপ খেলতে এসে ভাল লাগছে। আমাদের দলটি ভাল খেলছে। কয়েকজন আইপিএল খেলার ফলে এ মাঠে আগে খেলেছে। ভারত আমাদের হোম কন্ডিশনই।’
ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি লড়াইয়েও আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। এর মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে জয় পেয়েছে আফগানরা।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভেন-উল-হক ও ফজলহক ফারুকি।