আইসিসি ওয়ানডে বিশ্বকাপ

দ্বিতীয় ম্যাচে টসে জয় বাংলাদেশের; ফিল্ডিং বেছে নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১০, ২০২৩, ০৪:৫৩ পিএম

দ্বিতীয় ম্যাচে টসে জয় বাংলাদেশের; ফিল্ডিং বেছে নিলেন সাকিব

ফাইল ছবি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। দলে এসেছে পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান। 

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে সাকিবের দল। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে আজকের ম্যাচ সাকিবদের জন্য কঠিন হতে চলে সেটা আর বলে দিতে হয় না। 

এর আগে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ তিন দেখায় ইংল্যান্ডকে দুইবার হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ আসরে তেমন পাত্তা না পেলেও ভারতের কন্ডিশনে ইংলিশদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় ১৯ ম্যাচে আর বাংলাদেশের জয় কেবল ৫ ম্যাচে।

আন্তর্জাতিক ওয়ানডেতে পিছিয়ে থাকলেও বিশ্বকাপের পরিসংখ্যানে সমানে সমান বাংলাদেশ-ইংল্যান্ড। ৪ বারের দেখায় দুবার টাইগাররা আর দুবার জয় পেয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে।

Link copied!