জানুয়ারি ৫, ২০২৪, ০৩:২৬ পিএম
আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে আজ। বাংলাদেশ ৭ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে।
২০ দলের এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পরের ম্যাচগুলো ১০, ১৩ ও ১৬ জুন অনুষ্ঠিত হবে।
এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ :
৭ জুন : বাংলাদেশ-শ্রীলঙ্কা (যুক্তরাষ্ট্রের ডালাস)
১০ জুন : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (নিউ ইয়র্ক)
১৩ জুন : বাংলাদেশ-নেদারল্যান্ডস (ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট)
১৬ জুন : বাংলাদেশ – নেপাল (ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট)
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ :
‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
‘সি’ গ্রুপ: নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি।
‘ডি’ গ্রুপ: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।