নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৩, ০৩:২৬ এএম

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ছবি: এএফপি

পেস সহায়ক উইকেটে শাসন করলেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। ছড়ি ঘোরালেন মিডিয়াম পেসার সৌম্য সরকারও। এই তিন পেসারের আগুনে বোলিংয়ে অবিশ্বাস্যভাবে একশ রানের আগেই অলআউট নিউজিল্যান্ড।

যে রান পাড়ি দিতে নেমে কোনো বেগই পোহাতে হলো না বাংলাদেশকে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ঐতিহাসিক জয় পেল নাজমুল হোসেন শান্তর দল।

কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে সফরকারীরা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে হেরে।

ছোট রান তাড়ায় সৌম্য সরকার আর এনামুল হক বিজয় আত্মবিশ্বাসী শুরু করেন। তবে তারা ১৫ রান তোলার পর সৌম্যকে ফিরতে হয় চোখে কিছু একটা পড়ে সমস্যা হওয়ায়। ৪ রান করে উঠে যান সৌম্য।

এরপর মারমুখী ব্যাটিং শুরু করেন বিজয় আর নাজমুল হোসেন শান্ত। ৫০ বলের জুটিতে ৬৯ রান তুলে তারা জয় বলতে গেলে নিশ্চিত করে ফেলেন। জয় থেকে ১৫ রান দূরে থাকতে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে আসেন বিজয়। ৩৩ বলে ৩৭ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান তিনি।

অধিনায়ক শান্ত জয়সূচক রান নেওয়ার পাশাপাশি ফিফটিও পূরণ করেন। ৪২ বলে ৮ চারের সাহায্যে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ১ রানে অপরাজিত ছিলেন লিটন দাস।

বোলাররাই জেতার অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। তানজিম সাকিব, শরিফুল ইসলাম, সৌম্য সরকারদের তোপে ৩১.৪ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এটিই তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

Link copied!