কিউইদের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ২৪৫ রানের

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৩, ১১:২৬ এএম

কিউইদের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ২৪৫ রানের

একবার দুইবার নয়, তিন তিনবার বৃষ্টি আঘাত হানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে। যার ফলে তিন দফায় ২০ ওভার কমানো হয়। অর্থাৎ ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে এসেছে ৩০ ওভারে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়ংয়ের ১০৫ রান ও টম লাথামের ৯২ রানে ভর করে নির্ধরিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছে কিউইরা। যার ফলে জয়ের জন্য বাংলাদেশকে ৩০ ওভারে করতে হবে ২৪৫ রান।

সবশেষ বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ১৯.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৮ রান। টম ল্যাথাম ৫১ আর উইল ইয়ং ৪১ রানে অপরাজিত ছিলেন। এরপর ৩০ ওভার ঠিক করে দেওয়া হলে স্বাভাবিকভাবেই টাইগার বোলারদের ওপর চড়াও হন এই যুগল। দ্রুতগতিতে রান তুলতে থাকেন তারা।

ল্যাথাম পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির দোরগোড়ায়। ৭৭ বলে ৯ চার আর ৩ ছক্কায় ৯২ রান করা কিউই অধিনায়ককে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৭ বল বাকি থাকতে রানআউট হন মার্ক চ্যাপম্যান (১১ বলে ২০)।

তবে পরের বলেই সেঞ্চুরি তুলে নেন উইল ইয়ং। তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে তার লাগে মোটে ৮২ বল। সৌম্য সরকারের করা শেষ ওভারে ডাবল নিতে গিয়ে রানআউট হন ইয়ং। ৮৪ বলে ১০৫ রানের ইনিংসে ১৪ বাউন্ডারি আর ৪টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

ওই ওভারেই আরও দুটি রানআউট করে বাংলাদেশ। টম ব্লান্ডেল ১ আর অভিষিক্ত ক্লার্কসনও আউট হন ১ করে। ৭ উইকেটে ২৩৯ রানে থামে নিউজিল্যান্ড।

শরিফুল ইসলাম ২৮ রানে নেন ২ উইকেট। মিরাজ ১ উইকেট পেলেও খরচ করেন ৫ ওভারে ৫৫। মোস্তাফিজুর রহমান ৬ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সৌম্যের সমান ওভারে উইকেটশূন্য থেকে খরচ ৬৩।

Link copied!