বাংলাদেশকে জয়ের জন্য ১৯৭ রানের টার্গেট দিয়েছে ভারত। অ্যান্টিগাতে ১৯৬ রান করেছে ভারত। হার্দিক পান্ডিয়া ২৭ বলে ৫০ রান করেন।
বিরাট কোহলি ৩৭ ও রিশভ পান্ট ৩৬ রান করেছেন। শিভম দুবে ২৪ বলে ৩৪ করে দলকে এগিয়ে দেন। কোহলি ও সূর্যকুমারকে (৬) আউট করেন তানজিম সাকিব।
বাংলাদেশের সাকিব আল হাসান ২০০৭ বিশ্বকাপ থেকে সব আসরে খেলেছেন। তিনি ৫০ উইকেট শিকারের মাইলফলকে প্রবেশ করেছেন। ৩৭ রানে ১ উইকেট তার।
তানজিম সাকিব এই ম্যাচে ৩২ রানে ২ উইকেট পেয়েছেন। রিশাদ এদিন রান বেশি দিয়েছেন। ৪৩ রানে ২ উইকেট তাদের।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন ছিল। তাসকিন আহমেদ কে বসানো হয়েছে। জাকের আলীকে আবার ফেরানো হয় ম্যাচে।