সাকিব-তামিম দ্বন্দ্বে মাশরাফির দ্বারস্থ বিসিবি

মুবিন আহমেদ

সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১০:০৩ পিএম

সাকিব-তামিম দ্বন্দ্বে মাশরাফির দ্বারস্থ বিসিবি

সংগৃহীত ছবি

আর মাত্র ৮ দিন পর আগামী ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। বিশ্বকাপ খেলতে আগামীকাল বিকেলে ভারতের বিমান ধরবে বাংলাদেশ দল। অথচ এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেনি। এমনকি দলে কে কে থাকছেন সে নিয়েও অনিশ্চয়তায় ভাসছে বিসিবি। দল ঘোষণার আগেই আবারও শোনা যাচ্ছে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবর।

একটা সময় কাছের বন্ধু ছিলেন দুজন। তবে এখন আর আগের সেই সম্পর্ক নেই। বিভিন্ন সময়ই গণমাধ্যমের খবরে এসেছে তাদের দ্বন্দ্বের অনেক খবর। কিন্তু সেই দ্বন্দ্বের প্রভাব দলে পড়বে না বলেও জানিয়েছিলেন দেশের ক্রিকেটের দুই মহাতারকা। তবে বিশ্বকাপের আগে আবারও সাবেক দুই বন্ধুর দ্বন্দ্ব চরমে বলে জানিয়েছে বিসিবির বিভিন্ন সূত্র। 

অবসর কাণ্ডের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন তামিম। প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। ম্যাচ শেষে কথা বলেন নিজের ফিটনেস নিয়েও। জানান, এখনও শতভাগ ফিট নন তিনি। বিসিবি সূত্র জানায় ম্যাচের পর তামিম কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। জানিয়েছেন, বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। অথচ সূচি অনুযায়ী বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলতেই হবে বাংলাদেশকে। দলের তারকা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।  

বিসিবি সভাপতিকে সাকিব জানান, এমন হলে বিশ্বকাপে খেলবেন না তিনি। এই কথা জানার পর তামিমও নাকি বলেছেন, খেলতে চান না বিশ্বকাপে। তাতে অস্বস্তিকর এক পরিস্থিতির মুখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাহায্যের জন্য দ্বারস্থ হন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচের মাঝেই বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। মাশরাফির মধ্যস্থতায় শেষ পর্যন্ত কী হয় সমাধান তাই এখন দেখার বিষয়।

Link copied!