ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন

রুমানার ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিসিবিতে বৈঠক

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১১, ২০২৩, ০৩:১২ এএম

রুমানার ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিসিবিতে বৈঠক

ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় নারী ক্রিকেট তারকা রুমানা আহমেদকে মৌখিক ভাবে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রুমানার এমন স্ট্যাটাসে  তার জাতীয় দলে খেলা নিয়ে প্রশ্ন জাগে।
‘নোম মোর ক্রিকেট’ লিখে কয়েকদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন জাতীয় নারী দলের এই অলরাউন্ডার। ওই ঘটনায় বিসিবির চুক্তিতে থাকা রুমানাকে ডেকে এনে আচরণ বিধির বিষয়ে সাবধান করা হয়েছে। অবশ্য পরে রুমানা তার ভুল বুঝতে পেরেছে এবং তিনি বিষয়টি মেনে নেন। বিসিবি’র উইমেন উইংয়ের চেরম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, এ সময় রুমানা বোর্ডকে জানিয়েছেন যে এই মুহুর্তে ক্রিকেট থেকে বিদায় নেয়ার কোন ইচ্ছা তার নেই। নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এ সময় উপস্থিত ছিলেন।
বিসিবির সর্বশেষ দুটি সিরিজে জাতীয় দলে ডাক পাননি রুমানা। এতে তার মধ্যে হতাশার সৃস্টি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। রুমানার সঙ্গে আজকের বৈঠকের পর নাদেল বলেন,‘ তিনি খেলবেন এবং খেলতে চান। বিষয়টি অভ্যন্তরীন। আমাদেরও কিছু পরিকল্পনা আছে। একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে আমরা খেলোয়াড়দের পুল সম্প্রসারনের চেস্টা করছি।

Link copied!