নেপিয়ারে বাংলাদেশের টার্গেট ১৩৫ রান

বোলাররা প্রথম জয়ের পথ দেখাল

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৩, ০১:৫০ পিএম

বোলাররা প্রথম জয়ের পথ দেখাল

শরিফুল ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন ছবি : টুইটার

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে ম্যাচ জিতেছে। এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয়ের হাতছানি। টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলাররা তার আস্থার প্রতিদান দেন। নিউজিল্যান্ডকে অল্পতে বেঁধে ফেলেন তারা। 

তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি ছিল আজ। নিউজিল্যান্ডের টপ অর্ডাররা বিপদে পড়ে। প্রথম ৯ ডেলিভারিতে তাদের ৩ উইকেট ছিল না। 

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৫ রান। 

জিমি নিশাম ২৯ বলে ৪৮ রান করে মান রক্ষা করেন। তিনি না থাকলে আরও ইনিংস শেষ হতে পারতো। ১ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড ১৩৪ করেছে। 

বাঁ-হাতি পেসার শরিফুল ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অফ স্পিনার মাহেদী হাসান ১৪ রানে ২ উইকেট ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার।

ড্যারেল মিচেল ১৪ ও অধিনায়ক সান্টনার ২৩ রান করেন এই ম্যাচে। 

এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ৯ টি টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সবকটিতে হেরেছে তারা। দারুণ সুযোগ টাইগারদের। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জিতেছে ৩টিতে এবং নিউজিল্যান্ডের জয় ১৪ ম্যাচে।  

 

Link copied!