সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৮:৩০ পিএম
দেশের ক্রিকেটে ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যদিও প্রতিটি দল মন ভরাতে পারেনি সমর্থকদের কারণ কোনো দলে তারকা এত বেশি যে একাদশ সাজাতেও চিন্তায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে তো আবার কোন দলে তেমন কোন তারকা নেই। সব মিলে দেখে নেওয়া যাক, কেমন হলো বিপিএলের দশম আসরের ৭ দলের স্কোয়াড।
দুর্দান্ত ঢাকা : তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইম আইয়ুব, চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামাউইকরামা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসীম উদ্দিন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল হক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিফ্যান এসকিনাজি, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যামফার, বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
রংপুর রাইডার্স : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, বাবর আজম, ইহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবী, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মাইকেল রিপ্পন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিক উজ জামান।
ফরচুন বরিশাল : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, দীনেশ চান্দিমাল, প্রান্তিক নওরোজ নাবিল।
খুলনা টাইগার্স : নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, আফিফ হোসেন ধ্রুব, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।
সিলেট স্ট্রাইকার্স : মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, ব্যান কাটিং, জর্জ গ্রিনশো, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন ইমন।
বিপিএলে আগামী আসরে প্লেয়ার্স ড্রাফটে দল পাননি এক সময়ের জাতীয় দলের নিয়মিত মুখ সাব্বির। বিপিএলের গত আসরেও খেলেছেন তিনি। অন্যদিকে এই বছরও দল পাননি একসময়ে দেশের ক্রিকেটে বড় নাম মোহাম্মদ আশরাফুল। সর্বশেষ বিপিএল খেলেছিলেন ২০১৯ সালে।নিষেধাজ্ঞা থেকে ফিরে চট্টগ্রাম ভাইকিংস তাঁকে দলে ভিড়িয়েছিল। প্লেয়ার্স ড্রাফটে দল পাননি বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। ড্রাফটে তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।