দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। নেলসনে বাংলাদেশ ২৯১ রানও সংগ্রহ করেছিল। কিন্তু ম্যাচটি জিততে পারেনি। ৭ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। আর ৩ ম্যাচের সিরিজ একম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে তারা।
সৌম্য সরকার অবশ্য ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। শেষ ম্যাচেও নিজের সেরাটা দেবেন সে প্রত্যাশা এখন টাইগার ভক্তরা করতেই পারেন। নিয়মিত পারফর্ম না করলেও তিনি কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের ব্যাটার।
নিউজিল্যান্ড ৪৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে (২৯৬/৩)। হেনরি নিকোলস ৯৫ ও উইল ইয়ং ৮৯ রান করেছেন।
সৌম্য নিউজিল্যান্ডে এশিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন। এর আগে ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার ১৬৩ রান করেন । সেটাও ২০০৯ সালে।
ওয়ানডেতে এটা তৃতীয় সেঞ্চুরি সৌম্য সরকারের। এর আগেরটি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ছিল। আর প্রথমটি পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে।
সৌম্যর ১৫১ বলের ইনিংসে ছিল ২২টি চার ও ২টি ছক্কা। এখন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি নেপিয়ারে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ক্রিকেটে এতোদিন সর্বোচ্চ ছিল ২৮৮/৭। ২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনের সেই স্কোর টপকে বুধবার নেলসনে বাংলাদেশের স্কোর ২৯১/১০।
এ ম্যাচে নিউজিল্যান্ডের সবাই প্রায় রান পেয়েছেন। ব্যাটিং স্বর্গ একেবারে। রাচিন রবিন্দ্র ৪৫, লাথাম ৩৪ ও টম ব্লান্ডেল ২৪ রান করেছেন।
লেগ স্পিনার রিশাদের অভিষেক হয় এ ম্যাচে। কোনো উইকেট পাননি। আর ৯.২ ওভার বল করে ৬২ রান দেন। হাসান মাহমুদ ২টি ও শরীফুল ১টি উইকেট পান।