বাংলাদেশী ক্রিকেটারদের অন্যরকম দিন

তাসকিনের সেঞ্চুরি, সৌম্যর ২০০০, লিটনের ১৪

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৫, ২০২৪, ০৫:৫০ পিএম

তাসকিনের সেঞ্চুরি, সৌম্যর ২০০০, লিটনের ১৪

অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট শিকার করার কৃতিত্ব দেখান তাসকিন ছবি : সংগৃহীত

বাংলাদেশের অষ্টম বোলার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট শিকারের মাইলফলকে তাসকিন আহমেদ।  এর আগে ১০০ বা তার অধিক উইকেট নেন সাকিব, মাশরাফি, মোস্তাফিজ, রুবেল, রাজ্জাক, রফিক ও মিরাজ। 

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের রেকড স্পর্শ করেছেন  সৌম্য সরকার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করে নয়া রেকর্ড গড়েন সৌম্য। পাশাপাশি দশম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২ হাজার রানের মালিক হন তিনি।

লিটন দাস টানা ২ ম্যাচে শূন্য রানে ফিরেছেন। ওয়ানডে ক্যারিয়ারে তার ১৪বার শূন্য রানে ফেরার রেকর্ড হলো। ১৯ বার রয়েছে তামিম ইকবালের। 

 

Link copied!