মেঘাচ্ছন্ন আকাশ, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০২:২৬ পিএম

মেঘাচ্ছন্ন আকাশ, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির পূর্বাভাস কিছুটা কমলেও, শহরের আকাশ আজও মেঘাচ্ছন্ন। চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’ পর্বে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি তাই আবহাওয়ার কারণে মাঠে গড়ানো নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে।

এদিন সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির সম্ভাবনা এখন ৪৩ শতাংশ, যদিও তা গতকালের ৭০ শতাংশের তুলনায় অনেকটাই কম। তাপমাত্রাও কিছুটা হ্রাস পেয়েছে, বর্তমানে রাওয়ালপিন্ডিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এই পরিস্থিতিতে পুরো ৫০ ওভারের খেলা সম্ভব না হলেও, সংক্ষিপ্ত ওভারের একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিষ্কাশন ব্যবস্থা খুব উন্নত নয়, যার ফলে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচের মতো এই ম্যাচও বাতিল হওয়ার ঝুঁকি থাকছে। কয়েকদিন আগে বৃষ্টির কারণে কোনো বল না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত হয়েছিল অজি-প্রোটিয়াদের ম্যাচটি।

টানা দুই ম্যাচ হেরে এরমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। একই অবস্থা পাকিস্তানেরও। দুই দলের ম্যাচটি এখন নিছক আনুষ্ঠানিকতার। তবে দুই দলই আজ শুধুমাত্র সম্মানের জন্য খেলবে। শেষতা ভালো করে আসর শেষ করতে মরিয়া দলদুটি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ দল আগামীকাল সকাল ৯টায় (স্থানীয় সময়) এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবে এবং রাতের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Link copied!