চন্ডিকা হাথুরুসিংহে দাবি করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অভিযোগ এনেছে তার বিরুদ্ধে সেটা পূর্ব পরিকল্পিত ছিল।
হাথুরুসিংহের সঙ্গে তার চুক্তি আর নেই। বাংলাদেশের কোচ এখন ফিল সিমন্স।
হাথুরুসিংহে বাংলাদেশ থেকে চলে গেছেন। যাওয়ার আগে লিখেছেন,‘ আমার মনে হচ্ছে এসব অভিযোগ পূর্বপরিকল্পিত। নতুন সভাপতির মেয়াদের প্রথম দিনে, তিনি প্রধান কোচকে অপসারণের ইচ্ছা প্রকাশ করে একটি প্রকাশ্য বক্তব্য দিয়েছিলেন। আরেকজন প্রধান কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে শোকজ নোটিশ পেয়ে আমি হতভম্ব। সেখানে বলা হয়েছে যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা। ঘটনার ক্রমধারা এই কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে।’