আজ চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি

শান্তর চোখে আত্মবিশ্বাস

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৩, ১২:৪৩ এএম

শান্তর চোখে আত্মবিশ্বাস

আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ আফগানিস্তানকে হারালেও হেরেছে ইংল্যান্ডের কাছে।  শুক্রবারের ম্যাচকে সামনে রেখে নাজমুল হোসেন শান্ত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন,‘ আমার মনে হয় ওপেনিং নিয়ে আমাদের খুব বেশী চিন্তা করা উচিত নয়। আমার মতে যারা ব্যাটিং অর্ডারের শীর্ষে ব্যাট করছেন, তারা ভালো প্রস্তুতি নিয়ে এখানে এসেছেন। এক বা দুটি ম্যাচে ভালো ইনিংস তাদের আত্মবিশ্বাস জোগাবে।’
শান্ত আরো বলেন,‘ এখানে কেউ আরাম করতে আসেনি। এমন নয় যে তারা দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন না। সবাই চেষ্টা করছে এবং আশা করছি আমরা টপ অর্ডার থেকে ভালো কিছু দেখতে পাব।’
শান্ত’র মতে, শুরুটা সবসময়ই একটা দলের জন্য গুরুত্বপূর্ণ।  কিন্তু এর মানে এই নয় যে ভালো শুরু না করলে দল সহজেই অলআউট হয়ে যাবে। তিনি বলেন,‘ অবশ্যই  নতুন বলের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জিং। একই সঙ্গে ম্যাচের প্রতিটি পরিস্থিতিই সমান চ্যালেঞ্জিং। আমরা যদি ভালো শুরু করতে পারি, তাহলে সেটি সত্যিই ভালো হবে। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল দ্রুত দুই বা তিন উইকেট হারালে কীভাবে আমরা ম্যাচে ফিরতে পারি।
আমাদের এটি মাথায় রাখতে হবে দুই তিনটি উইকেট হারালেও যেন আমরা সহজে হাল না ছাড়ি। ম্যাচে ফিরে আসাটা গুরুত্বপুর্ন। তবে ভালো একটি সুচনা একটি দলের জন্য সবসময় দারুন বিষয়।
তামিম বাদ পড়ায় দলের এখন সিনিয়র বিশেষজ্ঞ ওপেনার হচ্ছেন লিটন দাস। গত দুই বছর ধরে ভালো ফর্মের মধ্যে কাটানো এই ব্যাটারের ধারাবাহিকতায় কিছুটা ঘাটতি রয়েছে। অবশ্য ভালো দিক হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৩ রানে বিদায় নেয়া ওই ওপেনার ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ৬৬ বলে ৭৬ রান করেছেন। বিশ্বকাপের আগমুহুর্তে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম এখনো নিজেকে প্রমান করতে পারেননি। শুরুর দুই ম্যাচে মাত্র এক অংকের রান তোলার পরও তার উপর আস্থা রাখছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের ওপেনিং জুটি ২০ রান পার করতে পারেনি। শান্ত বলেন,‘ সে (তানজিদ) মাত্র ৫/৬টি ম্যাচ খেলেছে। ভালো করার জন্য কোন কোন খেলোয়াড় কিছুটা সময় নেয়। অনেকে আবার বেশী সময় নেয়। তবে তার সামর্থ্যের উপর সবার আস্থা রাখা উচিৎ। আমাদেরও তার উপর আস্থা আছে এবং আমরা তাকে সহযোগিতা করব। কারণ বিশ্বকাপের স্কোয়াডে আসা সবাই যথেষ্ঠ সামর্থ্যবান এবং ভালো কিছু করার ক্ষমতা রাখে ।’ 

সেমিফাইনাল নিয়ে ভাবছেন না শান্ত।  শান্ত জানান, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ জেতা জরুরি। আমার মনে হয় না, এখনই খুব বেশি সেমিফাইনাল নিয়ে চিন্তা করা উচিত। আমরা একটা একটা করে ম্যাচ এগোতে চাই। যদি আমরা কালকের (আজ) ম্যাচটি ভালোভাবে শেষ করতে পারি, তা হলে আমরা আমাদের লক্ষ্যে আগাতে পারব।’

 

Link copied!