মহারণেও ক্রিকেট “জেন্টলম্যান’স গেইম”

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৩, ০৮:৩৫ পিএম

মহারণেও ক্রিকেট “জেন্টলম্যান’স গেইম”

ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। তাদের মধ্যকার ম্যাচ মানেই মহারণ। তারা মাঠে নামলেই গ্যালারি এমনকি স্টেডিয়ামের বাইরেও সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় লড়াই। মাঠের লড়াইয়ের মাঝেও ক্রিকেট যে “জেন্টলম্যান’স গেইম” তা ক্রিকেটাররা যে ভুলে যান না সেই প্রমাণ আবার মিললো এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।

ব্যাটিংয়ের সময় হার্দিক পান্ডিয়ার জুতোর ফিতে খুলে যায়। ফিতে বাঁধতে হার্দিক নিচু হলে  তখনই এগিয়ে এসে জুতোর ফিতে বেঁধে দেন পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান। যদিও এটি নতুন বিষয় নয় তবুও ক্রিকেটবিশ্ব কাঁপানো এই ম্যাচে যখন মাঠের লড়াইয়ে সবাই মহারণের হইহুল্লোড় করছে তখন এই দৃশ্য যেন কোমলতা নিয়ে এলো সবার মনে।

ইতিমধ্যেই এই সৌহার্দ্যের ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত-পাকিস্তানের মহারণে এই মনের শান্তি এনে দেয়া আচরণ দেখে প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।

Link copied!