ঢাকা টেস্ট : বাংলাদেশকে ১০ উইকেটে হারাল শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক

মে ২৭, ২০২২, ০৮:২৮ পিএম

ঢাকা টেস্ট : বাংলাদেশকে ১০ উইকেটে হারাল শ্রীলংকা

ঢাকা টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল শ্রীলংকা। ২ টেস্টের সিরিজ ১-০ তে নিশ্চিত করে দেশে ফিরবে তারা। বাংলাদেশ মাত্র ২৯ রানের টার্গেট দিয়েছিল। বিনা উইকেটে শ্রীলংকা সেটা তুলে নেয়। 

ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হলো স্বাগতিক বাংলাদেশ। ফলে টেস্ট জিততে ২৯ রানের টার্গেট পায় সফরকারী শ্রীলংকা। ওশান্ডা ২১ ও করুনারত্নে ৭ রান করেন। 

১৪১ রানে পিছিয়ে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৪ রান করেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৪ ও লিটন দাস ১ রানে অপরাজিত ছিলেন।

আজ পঞ্চম ও শেষ দিন, ৫৫ দশমিক ৩ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সাকিব আল হাসান ৫৮, লিটন দাস ৫২ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন।

শ্রীলংকার আসিথা ফার্নান্দো ৫১ রানে ৬ উইকেট নেন। ২ টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে ড্রয়ে শেষ হয়।  

Link copied!