কোপা আমেরিকার পর অবসরে যাবেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৩, ০৬:৫২ পিএম

কোপা আমেরিকার পর অবসরে যাবেন ডি মারিয়া

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় শেষ বারের মতো দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে। গতবছর কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোলও করেন তিনি।

বৃহস্পতিবার অবসরের কথা ঘোষণা করেন ডি মারিয়া। সেখানেই কোপা আমেরিকার কথা বলেন তিনি। ২০০৮-এ নীল-সাদা জার্সিতে খেলা শুরু করেন এই তারকা উইঙ্গার। দেশের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন মোট ১৩৬টি ম্যাচ। উল্লেখ্য, মোট চারটি বিশ্বকাপে দেখা গিয়েছে ডি মারিয়াকে।

চলতি সপ্তাহের বুধবার বিশ্বকাপের যোগ্য়তা অর্জনের খেলায় ঘরের মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্তিনা। এর পর নিজের অবসর ঘোষণা করে দেন ডি মারিয়া। এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানেই অবসরের কথা জানান তিনি। তিনি বলেন,‘ ‍‍কোপা আমেরিকাতেই শেষবারের মতো আর্জেন্তিনার জার্সিতে খেলব। এটা যে কতটা যন্ত্রণার সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু ক্যারিয়ারের সমস্ত সুন্দর মুহূর্তগুলিকে নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। ওই জার্সির সঙ্গে মিশে আছে ঘাম আর মাঠের সেই সমস্ত দারুণ ঘটনা। যার জন্য সবসময় গর্ব বোধ করেছি।‍‍` সোশাল মিডিয়ার লিখেছেন আর্জেন্তিনার তারকা উইঙ্গার।

এর পাশাপাশি সতীর্থ খেলোয়াড় থেকে শুরু করে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ডি মারিয়া। পোস্টে তিনি লেখেন, ‍‍`তোমাদের ভালোবাসা কখনও ভুলব না। খারাপ সময়েও তোমরা পাশে ছিলে। এই স্মৃতিগুলি মনে থেকে যাবে।‍‍`

২০১৮-র বিশ্বকাপের পর ডি মারিয়ার ক্যারিয়ার শেষ হতে চলেছে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু তাঁকে টিমে ফেরান আর্জেন্তিনীয় কোচ লিওনেল স্কোনালি। তাঁর নির্দেশ মতো খেলার স্টাইলে কিছু পরিবর্তন করেন তিনি। আর সেখানেই আসে সাফল্য। পর পর ম্যাচে গোল পান ডি মারিয়া।
 

Link copied!