এশিয়া কাপে খেলতে পারছেন না তামিম ইকবাল। পিঠে চোট রয়েছে। বাংলাদেশ দলের খেলা দেখেন। নিজেকে এই দলের সদস্য মনে করেন। সেজন্য তিনি কোনো মন্তব্য সেভাবে করতে চান না। সাকিব আল হাসানে তার পূর্ণ আস্থা রয়েছে।
তামিম এই অনুষ্ঠানে গিয়েছিলেন আজ ঢাকায়। নিজে প্রস্তুত হচ্ছেন নিউজিল্যান্ড সিরিজের জন্য। তামিম বলেন,‘খেলা তো দেখা হচ্ছে। দল ভালো না খেললে হতাশ অবশ্যই হই। একটা–দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে গত পাঁচ-ছয় বছরের কঠোর পরিশ্রম ভুলে যাব। এটা হতেই পারে না। আমরা এখনো খুব ভালো দল ওয়ানডেতে। দুই-একটা ম্যাচে হতেই পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিং রুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে, গত দুই তিন ম্যাচে যা হয়েছে, আমরা তার চেয়ে ভালো দল।’
সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন এসেছে। তিনি বলেন,‘ যখন আমি অধিনায়ক ছিলাম তখন একভাবে ভেবেছি। নতুন অধিনায়কের হয়তো আলাদা পরিকল্পনা আছে, যেটা আমি জানি না। আমি একজনের পরিকল্পনার ব্যাপারে যদি এতটা নিশ্চিত না হয়ে মন্তব্য করি, ওটা একটা বিতর্ক হয়ে যাবে। আমার মনে হয় নতুন অধিনায়ক-ম্যানেজমেন্টের ভালো পরিকল্পনা আছে। ওরা সেভাবে এগোচ্ছে। দলে ঢোকার পর আমরা দেখব।’