মুলতানের প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। পাকিস্তান আজ ২২০ রানে থেমেছে। এর আগে ৫৫৬ রান করেছিল তারা।
ইংল্যান্ড গতকাল ৮২৩ রান করে ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ডের ট্রিপল সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক (৩১৭) ম্যাচসেরা হয়েছেন। ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ তে লিডও নিয়েছে।