টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আজ

ইংল্যান্ড না ভারত

স্পোর্টস ডেস্ক

জুন ২৭, ২০২৪, ১২:৪১ পিএম

ইংল্যান্ড না ভারত

গায়ানায় টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ভারত। দক্ষিণ আফ্রিকা ফাইনালে চলে গেছে। এখন আরেক ফাইনালিস্টের অপেক্ষা।

ইংল্যান্ড গত আসরে পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তারা ২ বারের চ্যাম্পিয়ন। অন্যদিকে ভারত ২০০৭ সালে জিতেছিল আসর। 

ভারত এই আসরে একটি ম্যাচও হারেনি। তারা আজকের ম্যাচেও ফেভারিট। ফাইনাল ২৯ জুন। সে লড়াইও কঠিন হবে। দক্ষিণ আফ্রিকা ভাল ফর্মে রয়েছে।

গায়ানার পিচ ও কন্ডিশন ভারত চেনে ও জানে। তারা বাড়তি সুবিধা পাবে এমনটা কি সম্ভব। রোহিত বলেন,‘ এখানে অনেক ইংলিশ ক্রিকেটাররাও খেলেছেন। আমরা অ্যাডভানটেজ নেব এমনটা হবে না।’

ভারত ২০১৪ সালের পর প্রথম ফাইনালে খেলতে চাইবে। আর ইংল্যান্ড তো গতবারের চ্যাম্পিয়ন। তারা দুবারের শিরোপা ধারী। আর তিনটি ফাইনাল খেলে ফেলেছে তারা। 

Link copied!