লর্ডসের স্মৃতি নিয়ে আহমেদাবাদে

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ফের শুরু

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ০৩:৩৮ এএম

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ফের শুরু

সংগৃহীত ছবি

লর্ডসে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেবার কেন উইলিয়ামসনদের হৃদয় ভেঙেছিল বাউন্ডারি রুলস। এবার সে আইন নেই। এবার সেই দুই ফাইনালিস্টকে দিয়ে বৃহস্পতিবার ভারত বিশ্বকাপের সূচনা হচ্ছে। 

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসরের। লর্ডসে ২০১৯ সালের স্মরণীয় ফাইনালের সুখস্মৃতি যেন ফিরে আসবে এই ম্যাচের মাধ্যমে। দুপুর ২টা ৩০ মিনিটে খেলাটি দেখা যাবে টি স্পোর্টস ও জিটিভিতে।

জশ বাটলারের ইংল্যান্ড ১০ দলের এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার অন্যতম ফেবারিট হিসেবেই মাঠে নামতে যাচ্ছে। একই সাথে তারকা অল-রাউন্ডার বেন স্টোকসের ফেরা ইংলিশদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। তবে স্টোকস কিছুটা অনিশ্চিত। 

১ লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি  ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রমাণে মুখিয়ে থাকবে।

ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত দুই দলের ৯৫ বারের মোকাবিলায় ইংল্যান্ড জিতেছে ৪৫টি, নিউজিল্যান্ড জিতেছে ৪৪টি। সর্বশেষ ১০ ম্যাচের মুখোমুখিতে ৮টি ম্যাচ জিতেছে ইংলিশরা। গেল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে চার ম্যাচের সিরিজ জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে আরো বেশি আত্মবিশ্বাসী থাকবে ইংল্যান্ড।   

Link copied!