নেদারল্যান্ডসের লড়াকু ২২৯

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৩, ০৬:১৩ পিএম

নেদারল্যান্ডসের লড়াকু ২২৯

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ৪৩ রানে ২ উইকেট পেয়েছেন ছবি : সংগৃহীত

কলকাতা ইডেন গার্ডেনে বাংলাদেশকে জয়ের জন্য ২৩০ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। ক্যাচ মিসের মহড়া ছিল। সেজন্য স্কোর এতটা করেছে কমলা বিপ্লবীরা। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ৫০ ওভারে ২২৯ রান তোলে নেদারল্যান্ডস। শরিফুল, তাসকিন, মোস্তাফিজ ও মেহেদী সমান ২টি করে উইকেট নেন। 

নেদারল্যান্ডস স্কট এডওয়ার্ডস ৬৮, সাইব্রান্ড এঙ্গেলব্রেচট ৩৫ ও বারেসি ৪১ রান করে দলকে লড়াকু সংগ্রহ পেতে সহায়তা করেন। 

মোস্তাফিজের বলে ৩ বার ক্যাচ ড্রপ হয়েছে। মুশফিক, লিটন ও মিরাজ ক্যাচ ড্রপ করেছেন। সাকিব বেশ ভাল বল করেছেন। ৩৭ রানে ১টি উইকেট পান তিনি। 

বিস্তারিত আসছে............

Link copied!